ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

ট্রেন যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের লক্ষ: রেলমন্ত্রী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১৭ আগস্ট ২০১৮

ঈদের সময় বছরের অন্য সময়ের তুলনায় যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। চারগুণ বেশি যাত্রী চলাচল করে এ সময়। তারপরও আমাদের সীমিত সম্পদ দিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক।   

আজ শুক্রবার বিকেলে কমলাপুর রেলস্টেশনে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক বলেন, রেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। এর একটাই লক্ষ নির্বিঘ্ন যাত্রা ও নিরাপদ যাত্রী সেবা দেওয়া।

রেলমন্ত্রী বলেন, সবসময় আমাদের তদারকির পরও যদি কোনো সমস্যা দেখা দেয় বুঝতে হবে যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে। এখানে কর্তৃপক্ষের কারণে কোনো সমস্যা হয়নি।

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্টেশনে র‌্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি আনসার বাহিনীর লোকজনও কাজ করে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন রেল সচিব মোফাজ্জল হোসেন, রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী প্রমুখ।   

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি